আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে যে লক্ষ্মীপুজো করা হয় তাকে কোজাগরী বলা হয়।

কোজাগরী শব্দটির উৎপত্তি ‘কো জাগতী’ থেকে, যার আক্ষরিক অর্থ হল ‘কে জেগে আছো?’

কথিত রয়েছে, কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে দেবী স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করেন এবং সকলকে আশীর্বাদ দেন সবার বাড়ি বাড়ি গিয়ে।

কিন্তু যার বাড়ির দরজা বন্ধ থাকে, তাঁর বাড়িতে লক্ষ্মী প্রবেশ করেন না দেবী।

আশীর্বাদ না দিয়ে সেখান থেকে ফিরে চলে যান দেবী লক্ষ্মী।

এই কারণেই লক্ষ্মী পুজোর রাতে জেগে দেবীর আরাধনা করার রীতি প্রচলিত রয়েছে।