প্রচুর মানুষ আছেন যাঁরা সঙ্গীর দ্বারা দীর্ঘদিন ধরে প্রতারিত হয়ে চললেও বুঝতে পারেন না।

যে কোনও সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস। আর সেই সম্পর্কে যদি বিশ্বাস না থাকে সেই সম্পর্ক কিন্তু টিকিয়ে রাখা মুশকিল

আর তাই নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভীষণ ভাবে জরুরি। যদি কোথাও সন্দেহ থাকে তাহলে সঙ্গীর সঙ্গে খুলে কথা বলুন

শুধুমাত্র জোর গলায় ঝামেলা, তর্ক হলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু নয়। অভাব-অভিযোগ নিয়ে নিজেরাই আলোচনা করুন

মনের মিল না হলে জোর করে সেই সম্পর্ক রাখা যায় না। অযথা সঙ্গীকে মিথ্যে বলে লাভ নেই। 

পাল্টা দোষারোপও নয়। এতে হিতে বিপরীত হয়। দুজনেই প্রাপ্তবয়স্ক। যদি কোথাও গিয়ে মনে হয় যে সমস্যা হচ্ছে তাহলে সরে আসুন

ফোন ঘেঁটে বা ব্রাউজার হিস্ট্রি ঘেঁটে আদতে কোনও লাভ হয় না। যে আপনাকে প্রাপ্য সম্মানটুকু দেয় না তার সঙ্গে থাকার কোনও ভাবনা রাখবেন না