চুলের জট ছাড়াতে এখন ধৈর্যের প্রয়োজন। নাহলেই উঠে আসবে মুঠো-মুঠো চুল।

চুলের জট এড়াতে এবং জট ছাড়ানোর জন্য আপনাকে মানতে হবে সহজ টিপস।

চুল খুলে ঘুমবেন না। এতে চুলে জট পড়তে পারে।

চিরুনি ব্যবহারের আগে আঙুল দিয়ে চুলের জট ছাড়ানোর চেষ্টা করুন।

চুলের জট ছাড়ানোর জন্য বড় দাঁড়ার চিরুনি ব্যবহার করুন।

এরপরও জট না খুললে তেল মাখুন। এতে চুলের শুষ্কভাব কমে যাবে ও জট ছেড়ে যাবে।

এছাড়া হেয়ার সিরাম ব্যবহার করতে পারেন জট ছাড়ানোর জন্য।

স্নানের পর চুলের জট এড়াতে শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন।

চুলে কন্ডিশনার লাগিয়ে ৫ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। এতে চুলে জট পড়বে না।