1997 সালে প্রথম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি লঞ্চ করেছিলেন অ্যান্ড্রু ওয়েইনরিচ।
সিক্স ডিগ্রিজ় নামের সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা নিজেদের বন্ধু এবং পরিবারের সদস্যদের তালিকাভুক্ত করতে পারতেন।
পাশাপাশি বুলেটিন বোর্ড, স্কুল অ্যাফিলিয়েশন এবং প্রোফাইলগুলি অ্যাক্সেস করার মতো বৈশিষ্ট্যও উপভোগ করতে পারতেন ব্যবহারকারীরা।
এক মিলিয়নের থেকেও ইউজারদের এই প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করার পর 2001 সালে বন্ধ হয়ে যায় সিক্স ডিগ্রিজ়।
2002 সালে লঞ্চ হয় ফ্রেন্ডস্টার নামক আর একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।