এবার কলা খেলে আর ফেলে দেবেন না। কারণ এতে রয়েছে নানা ঔষুধি গুণ।

ত্বকে কোথাও ব্যথা থাকলে কলার খোসা ঘষে নিতে পারেন।

ব্রণ বা বলিরেখা সমস্য়া থাকলে পুষ্টিকর কলার খোসা ব্যবহার করতে পারেন। দ্রুত ফল মিলবে।

মুখে বা শরীরে যেকোনও জায়গায় আঁচিল উঠলে তা কলার খোসার ব্যবহার করা ছাড়া উপায় নেই।

দাঁত সাদা করতেও কলার খোসা অত্যন্ত উপকারী।

প্রতিদিন এমনটা করলে কয়েক সপ্তাহের মধ্যেই মুক্তোর মত দাঁতে পাওয়া সম্ভব।