এক ধরনের গাজরের বীজ থেকে এই তেল তৈরি করা হয়। এটি ত্বকের জন্য খুব উপকারী।

ক্যারট সিড অয়েলে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান যা ত্বকের বার্ধক্য প্রতিরোধে সক্ষম

এতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ত্বকের সংক্রমণ, অ্যালার্জি, র‍্যাশ ইত্যাদি প্রতিরোধ করে

এতে অ্যান্টি-ইনফ্লেমেটরি  উপাদান রয়েছে যা ব্রণ, জ্বালাভাব ইত্যাদি কমায়

স্কিন এক্সফোলিয়েন্ট হিসেবে ক্যারট সিড অয়েল খুব ভাল কাজ করে