ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে শিট মাস্ক
শিট মাস্কে প্রচুর পরিমাণে সিরাম রয়েছে, যা ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা পুনরায় ফিরিয়ে আনে
শীতকালে যেহেতু ত্বক রুক্ষ হয়ে যায়, তাই নিস্তেজ দেখায়। শিট মাস্ক এই সমস্যাকেও দূর করে দেবে।
১৫ মিনিটের জন্য মুখে শিক মাস্ক লাগিয়ে রেখে দিন, আর পেয়ে যান উজ্জ্বল ত্বক
মেকআপ শুরু আগে ১৫-২০ মিনিটের জন্য শিট মাস্ক লাগিয়ে রাখুন মুখে। তারপর শুরু করুন পার্টির মেকআপ।