ত্বকের ক্ষতি করে এমন রঙ থেকে এড়িয়ে চলাই মঙ্গল।
প্রচুর পরিমাণে জল পান করুন। তাতে ত্বকের আভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে হাইড্রেট থাকবে।
সানস্ক্রিন লোশনের জন্য সঠিক এসপিএফ দেখে নিন।
হোলি খেলার আগে আইস কিউব দিয়ে ত্বকে আলতো করে ঘষে নিন।
রং মুছে ফেলার পর হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
অলিভ বা নারকেল তেলে তুলোর বল ডুবিয়ে ত্বকে লাগান যাতে, রঙ দ্রুত মুছে যায়।
হাইড্রেটেড রাখতে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন।