ত্বক পরিষ্কারের জন্য ন্যাচরাল ক্লেনজার হিসেবে দারুণ ভাবে কাজ করে কাঁচা দুধ। 

ত্বকের কালচে দাগছোপ দূর করে জেল্লা ফেরাতে সাহায্য করে দুধ মেশানো ফেসপ্যাক বা ফেসস্ক্রাব। 

দুধের সর ত্বকের রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে ত্বক মোলায়েম এবং মসৃণ রাখতে সাহায্য করে। 

ত্বকের ট্যান তুলতে এবং বিভিন্ন র‍্যাশ অ্যালার্জি দূর করতেও মিল্ক ফেসস্ক্রাব সাহায্য করে। 

ত্বকের অ্যান্টি এজিং বা বলিরেখা রুখতে সাহায্য করে দুধের সর। সামান্য হলুদ আর মধুর সঙ্গে মিশিয়ে মুখে মাখলে উপকার পাবেন।