স্নানের ভুলে হতে পারে ত্বকের চরম রোগ!

তোয়ালে দিয়ে ভাল করে মুছে নিন। ভেজা থাকলেই ব্যাকটেরিয়া, ভাইরাসের প্রজননের উপযুক্ত জায়গা হতে পারে।

বেশি সুগন্ধযুক্ত সাবান ব্যবহার করবেন না।  স্নানের পর অবশ্যই ত্বককে ময়েশ্চারাইজড করুন।

সপ্তাহে ২ বার অনন্ত তোয়ালেটি সাবান দিয়ে ধুয়ে নিন।

প্রতিদিন সাবান ও হালকা গরম জলে স্নান করে ত্বককে পরিষ্কার রাখুন।

বাথরুমে ফ্যান চালু করে স্নান করতে পারেন। তাতে বায়ুচলাচল ভাল হয়।