পুজোর আগে পার্লারে নয়, বাড়িতেই ত্বকের যত্ন নিন এইভাবে...
পুজোর আগে সবাই চান ত্বকের জেল্লা যেন ফিরে আসে। তার জন্য পার্লারে যাওয়া বাধ্যতামূলক। কিন্তু বাড়িতেও ত্বকের যত্ন নেওয়া যায়।
বেসন ও হলুদ গুঁড়ো হল একটি প্রাচীন প্রতিকার। মুখের ত্বকে লাগিয়ে যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায় ততক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেলে মুখে ম্যাসাজ করুন।
মধু ও ওটস দুর্দান্ত এক্সফোলিয়েটর বা স্ক্রাব হিসেবে ব্যবহার করা হয়। এর মাধ্য়মে অতিরিক্ত উজ্জ্বল ভাব আনার জন্য একটি ভিটামিন ই ক্যাপসুল যোগ করতে পারেন।
সারাদিন ত্বক উজ্জ্বল ভাব আনার জন্য মেকআপের আগে এসেনশিয়াল অয়েল ব্যবহার করুন। তাতে নিশ্চিদ্র হয় ত্বকের উপরিভাগ।
কফি সাধারণত সৌন্দর্যের কারণে বিশেষ ভাবে ব্যবহার করা হয়। সারা শরীরের জন্যও ব্যবহার করতে পারেন। তাতে ত্বক থাকে সন্তুষ্ট ও পুষ্ট।
ড্রাগন ফলে রয়েছে ভিটামিন বি ৩। যা সৌন্দর্যের জন্য চমত্কার উপকরণ। ফলের পাল্প নিয়ে তাতে ভিটামিন ই ক্য়াপসুল যোগ করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেসুন।