ঠান্ডা ও সর্দি হওয়া হল ছোট শিশুদের মধ্যে লেগেই থাকে। সাধারণত এর উপসর্গ ৩ থেকে ৪ দিন স্থায়ী হয়।

শিশুর শরীরে লাল ফুসকুড়িসহ জ্বর হলে ভয় পাবেন না। রোসেওলা নামক ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারে। এই রোগে শিশুকে যতটা সম্ভব হাইড্রেটেড রাখতে হবে।

পেটের ফ্লু গ্যাস্ট্রোএন্টেরাইটিস নামেও পরিচিত। শিশুর পেটে ব্যথা এবং ক্ষুধা হ্রাসের মতো উপসর্গ দেখা যায়।

কানে ব্যথা, কান থেকে পুঁজ পড়া, গোলাপি চোখ ও ঘুমের অভাব দেখা দিলে সংক্রমিত হয়েছে বলে অনুমান করতে পারেন।

অনেক সময় শিশুরা ম্যালেরিয়া, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, যক্ষ্মা ইত্যাদির মতো গুরুতর রোগেও আক্রান্ত হতে পারে।

অভিভাবকদের অবশ্যই সচেতন থাকতে হবে যে ছোট বাচ্চাদের কী কী রোগ হতে পারে। তাহলে সময়মত সন্তানের সঠিক চিকিত্‍সা করানো সম্ভব।