Facebook গোটা বিশ্বে জনপ্রিয়।

সংস্থার মালিকানা রয়েছে Meta-র হাতে।

সব দেশেই প্রায় ফেসবুক ব্যবহার করা যায়।

কিন্তু বিশ্বের এই কয়েকটি দেশে চলে না ফেসবুক।

উত্তর কোরিয়ায় 2016 সাল থেকে ফেসবুক নিষিদ্ধ।

তুর্কমেনিস্তানেও ফেসবুক ব্যবহার করা যায় না।

কিউবায় এটি অ্যাক্সেস করা খুব কঠিন।