সোহিনী সরকার আবার ফিরছেন পর্দায় সত্যবতীরূপে।

৪ বছর পর সিনেমা হলে ফিরছে ব্যোমকেশ বক্সীও।

ব্যোমকেশ রূপী আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর রসায়ন দর্শকরা পছন্দ করেন

সত্যবতী রূপে তাঁর সাজ তাঁকে অন্যরূপে দর্শকদের কাছে নিয়ে আসে।

পরিচালক অরিন্দম শীল তাঁকে মানে সত্যবতীকে যত্ন নিয়ে সাজানোর দায়িত্ব নেন প্রতিটি ছবিতে।

এই বারে সত্যবতী শুধুই ব্যোমকেশ পত্নী নয়। সংসার সামলিয়ে তিনি স্বামীর পাশে।

তাঁকে পাওয়া যাবে ব্যোমকেশের সহকারী রূপে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসমাপ্ত ‘বিশুপাল বধ’গল্পকে নতুন আঙ্গিক দিয়ে তৈরি হচ্ছে এবারের ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’