এই সিজনে রোজ সজনে ডাঁটা আর ফুল খেতে পারলে খুব ভাল
ডাঁটার মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফাইবার
ভাতের সঙ্গে গরম ডাঁটা-আলু-পোস্ত মেখে খেতে দারুণ লাগে
কড়াইতে তেল দিয়ে কালোজিরে, কাঁচালঙ্কা ফোড়ন দিতে হবে
এবার ওর মধ্যে আলু, সজনে ডাঁটা দিয়ে কষিয়ে নিন
কষে এলে পোস্তবাটা মিশিয়ে নিন
স্বাদমতো নুন, হলুদ মিশিয়ে নিন