চেরির 'ম্যাজিক' গুণে মন থাকবে শান্ত!চেরিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি।চোখের স্বাস্থ্যের জন্য চেরি অত্যন্ত কার্যকরী।চেরিতে মেলাটোনিন থাকায় অনিদ্রা দূর হয়, মানসিক উদ্বেগ কমে।চেরিতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। নিয়ন্ত্রণে রাখে রক্তচাপ।চেরি ওজন হ্রাস করতে সাহায্য করে।