চলতি আইপিএলে গুজরাত টাইটান্সের শুভমন গিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচে এভিন লুইসের দুরন্ত ক্যাচ নেন। মিড উইকেট থেকে পিছনে ছুটে গিয়ে অবিশ্বাস্য ক্যাচ নেন।

এ বারের আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআরের টিম সাউদিও ৩২ মিটার ছুটে এক দুরন্ত ক্যাচ নিয়েছেন। সেই ক্যাচে আউট হন কাগিসো রাবাডা।

এ বারের আইপিএলে খেলছেন না এবিডি। তবে ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এক ম্যাচে একহাতে যে ক্যাচ নিয়েছিলেন, তা আইপিএলের ইতিহাসে সেরা ক্যাচের মধ্যে অন্যতম।

এবিডির মতোই ২০১৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে এক ম্যাচে বাউন্ডারি লাইনের সামনে এক হাতে দুরন্ত ক্যাচ নিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। আরসিবির বিরাট কোহলিকে সেই ক্যাচে ফিরিয়েছিলেন বোল্ট। 

২০২০ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে বেশ কয়েকবার বাউন্ডারি লাইনের সামনে চোখধাঁধানো ক্যাচ নিয়েছিলেন ফাফ দু'প্লেসি।