তেজপাতা দিয়ে ফোটানো জল খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে। জল ফুটিয়ে ঠান্ডা করে কন্টেনারে করে রেখে দিন। টোনার হিসেবেও ব্যবহার করতে পারবেন।
অ্যাকনের সমস্যাতেও ভাল কাজ করে তেজপাতা।
তেজপাতা টুকরো করে ফুটন্ত জলে ফেলে স্টিম নিন
অ্যালার্জির ক্ষেত্রেও ভালো কাজ করে তেজপাতা
সংক্রণম রোধে ভাল কাজ করে তেজপাতা