মালদ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত সোনাক্ষী সিনহা।
সবুজ-নীল আউটফিটে সৈকত কাঁপালেন শত্রুঘ্ন-কন্যা।
নীল রঙের বিকিনি স্টাইলের টপের সঙ্গে সবুজ পালাজো প্যান্ট ও শ্রাগ বেশ আকর্ষণীয়।
নীল সমুদ্র ও রুপালী সৈকতে নীলপরীর মতো পোজ দিয়েছেন সোনা।
রোদের আলোয় সোনার এই স্টাইল ও ফ্যাশন মন কেড়েছে ভক্তদের।