দক্ষিণের তারকা জুটি নয়নতারা এবং ভিগনেশের হানিমুনের বিশেষ মুহূর্তনয়নতারা-ভিগনেশ থাইল্যান্ডে তাঁদের হানিমুনে গিয়েছেন।দুজনেই সাদা পোশাকের সঙ্গে টিউনিং করেছেন।৯ জুন বিয়ে করেন নয়নতারা-ভিগনেশ।দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর বিয়ে করেন দুইজনে।একসময় প্রভু দেবার সঙ্গে সম্পর্কে ছিলেন নয়নতারা। তবে এখন সে সব অতীত।