e দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডেও অভিনয়ে সাড়া জাগিয়েছেন যে অভিনেত্রীরা… – TV9Bangla

অজয় দেবগণের বিপরীতে সিংহম ছবিতে নজর কেড়েছিলেন কাজল আগরওয়াল। 

শ্রীয়া সরন, দৃশ্যম ছবিতে অজয় দেবগণের সঙ্গে দেখা গিয়েছিল এই দক্ষিণী অভিনেত্রীকে। 

দক্ষিণী ছবির পাশাপাশি তামান্না ভাটিয়া বলিউডেও সমান জনপ্রিয়।

অক্ষয় কুমারের সঙ্গে খাট্টা মিঠা ছবিতে দেখা গিয়েছিল তৃষা কৃষ্ণনকে।

বলিউডের একাধিক ছবিতে দেখা গিয়েছে কমল হাসানের মেয়ে শ্রুতি হাসানকে।