১/৪ কাপ নারকেল কুচি, দারচিনি, স্টার অ্যানিস,এলাচ, লবঙ্গ, গোলমরিচ, শুকনো লঙ্কা, আদা, রসুন, এক চামচ গোটা জিরে-মৌরি, ১ চামচ গোটা ধনে- এই হল উপকরণ

প্যানে সামান্য তেল দিয়ে সব গোটা মশলা, নারকেল কুচি ভাল করে রোস্ট করে নিন। এবার তা ঠান্ডা করে পেস্ট বানিয়ে নিন

ডিম সিদ্ধ করে ছাড়িয়ে নিন। এবার কড়াইতে নারকেল তেল দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো, রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, এক চামচ কারিপাতা, স্বাদমতো নুন দিয়ে নাড়তে থাকুন

মশলা কষা হয়ে এলে আগে থেকে পেস্ট করে রাখা মশলা মিশিয়ে দিন। চার থেকে পাঁচ মিনিট ফুটে উঠলে ডিম গুলো ছেড়ে দিন

নুন-মিষ্টি চেখে নিন। এবার গ্রেভি শুকনো হয়ে এলে তা নামিয়ে নিন। পরোটা বা রুটির সঙ্গে খেতে খুবই ভাল লাগে