রান্নাঘরে বেশি সময় কাটানো মোটেই কাজের কথা নয়

রান্না বেশি হলে খাওয়া বেশি, সেই সঙ্গে তেল-মশলা-পরিশ্রম সবটাই বেশি হয়

একটা দিনে রান্নাঘরে কম সময় কাটালে নিজের জন্য অনেকটা সময় পাবেন

বাসমতি রাইস দিয়ে ঝরঝরে ভাত বানিয়ে নিন। সোয়া নাগেটস গরম জলে ভিজিয়ে রাখুন

কড়াইতে ২-৩ চামচ সাদা তেল দিয়ে তাতে রসুনের কুচি, সোয়া নাগেটস আর নুন দিয়ে ভেজে নিতে হবে

এবার ওর মধ্যে বেল পেপার, গোলমরিচ, কাঁচালঙ্কা চিরে দিয়ে দিন। গ্রেট করে মোজারেলা চিজও দিতে পারেন 

এবার এর মধ্যে ভাত মিশিয়ে নিলেই তারি সোয়া রাইস। নামানোর আগে ঘি ছড়িয়ে দিন