08  March, 2024

শিবের মাথায় জল ঢালার সময় এই ভুল করলেই সর্বনাশ!

TV9 Bangla

credit: Pinterest

এ বছর ৮ মার্চ শুক্রবার পালিত হচ্ছে মহাশিবরাত্রি। মহাশিবরাত্রিতে ধনীষ্ঠ নক্ষত্রেও শিবযোগ এবং সিদ্ধ যোগ গঠিত হচ্ছে।

কথিত আছে, মহাশিবরাত্রি একজন ব্যক্তির জন্য জ্ঞানলাভের শ্রেষ্ঠ দিন। মহাশিবরাত্রিতে জল দিয়ে নিবেদন করলে আপনার মনস্কামনা পূরণ হবে।

ইচ্ছা পূরণের জন্য, মহাশিবরাত্রির দিন মন্দিরে সাধারণ জলের সঙ্গে গঙ্গা জল নিবেদন করা উচিত।

ধন-সম্পদ লাভের জন্য শিবলিঙ্গকে মধু দিয়ে অভিষেক করা উচিত। ই তুঙ্গে। দু'চোখে টানাটানা কাজল পরতে পছন্দ করেন অনেকেই।

বহুদিন ধরে সন্তান সুখ থেকে বঞ্চিত হন, তাহলে শিবলিঙ্গে দেশি ঘি অর্পণ করতে পারেন। তাতে উপকার মিলতে পারে।

কুণ্ডলীতে গ্রহগত দোষ থাকলে সরষের তেল অভিষেক করতে হবে।

জলাভিষেক সহ শিবলিঙ্গে বেলপত্র নিবেদন করলে সৌভাগ্যের হয়ে থাকে।

শমী পাতা, বেল ফুল, আকন্দ ফুল নিবেদন করাও শুভ বলে মনে করা হয়। খের কদর মহিলা মহলে সবসময়ই তুঙ্গে। দু'চোখে টানাটানা কাজল পরতে পছন্দ করেন অনেকেই।