রাগ নিয়ন্ত্রণ করতে সঠিক বাস্তু টিপস

18August 2023

গীতায় যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মানুষের অধঃপতনের তিনটি কারণ উল্লেখ করেছেন, কাম, ক্রোধ ও লোভ।

রাগ হল ঘূর্ণিঝড়ের মতো, যা চলে যাওয়ার পর ধ্বংসের দাগ রেখে যায়। জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র মেনে একজনের স্বভাবে বদল আনা সম্ভব।

বাস্তুশাস্ত্র অনুসারে, মালিক বা উচ্চপদস্থ কর্মীদের অগ্নি কোণের পরিবর্তে দক্ষিণ-পশ্চিম কোণে বসে অফিসের কার্যক্রম পরিচালনা করা উচিত।

তবে রাশিতে চন্দ্র অশুভ বা অশুভ স্থানে থাকলে মুক্তা পরিধান করলেও বিপরীত ফল পেতে শুরু করে। রত্ন সর্বদা ইতিবাচক গ্রহ দ্বারা পরিধান করা উচিত

ঘুমনোর সময় মাথা সর্বদা পূর্ব বা দক্ষিণ দিকে রাখুন> মাথার কাছে একটি থালায় একটি ক্রিস্টাল বল রাখতে পারেন। তাহলে রাগ অনেকটা নিয়ন্ত্রণে থাকবে।

যাঁদের মারাত্মক রাগ হয়,তাঁদের মুক্তো পরা উচিত। মুক্তো হল চন্দ্রের প্রতীক। কুণ্ডলীতে চন্দ্র সজাগ থাকলে মুক্তো ধারণ করতে পারেন।

চন্দ্র যদি জন্মকুণ্ডলীতে শুভ ঘরে অবস্থান করে বা চন্দ্র যদি আরোহণ অধিপতির মতো শুভ ভূমিকায় থাকে তবেই মুক্তো পরিধান করুন।

প্রতিদিন সূর্য নমস্কার এবং প্রাণায়াম করুন যাতে শরীর ও মন উভয়ের শক্তির বিকাশ হয়। প্রাণায়াম এবং সূর্য নমস্কার সুস্থ জীবনযাপনের মোক্ষম অস্ত্র।