অর্থকষ্ট তাড়াতে এই গাছ কখনও বাড়িতে নয়

27 March, 2024

TV9 Bangla

credit: Pinterest

বাস্তুমতে, সনাতন ধর্মে এমন কিছু গাছ রয়েছে, বাড়ির বাগানে লাগালে অর্থকষ্ট পিছু ছাড়তে চায় না। কোন কোন গাছগুলি ঘর থেকে দূরে রাখবেন, তা জানুন...

কাঁটাযুক্ত গাছ কখনওই ঘরে লাগানো উচিত নয়। যে কোন ধরনের ক্যাকটাস গাছ এড়িয়ে চলা উচিত।

বাড়িতে ঈশ্বরসাধনায় ঘাটতি থাকলে ক্যাকটাস গাছ একেবারেই লাগাবেন না। তাতে  যাদের রাগ খুব প্রবল, নিজেদের উপর নিয়ন্ত্রণ থাকে না। এমনকি সম্পর্কেও চিড় ধরে।

বাস্তুমতে, সনাতন ধর্মে এমন কিছু গাছ রয়েছে, বাড়ির বাগানে লাগালে অর্থকষ্ট পিছু ছাড়তে চায় না। কোন কোন গাছগুলি ঘর থেকে দূরে রাখবেন, তা জানুন...

বাড়ির ভিতরে কোনও লতানে গাছ লাগানোও নিষিদ্ধ। লতানে গাছ লাগানো আরও সম্পত্তি নিয়ে বিবাদের জন্ম দেয়। বাড়িতে লতানে গাছ লাগালে দ্বন্দ্ব বাড়ে।

মনে রাখবেন কলা গাছ কখনওই বাড়ির ভিতরে লাগানো উচিত নয়। ব্যবসা ও চাকরিক্ষেত্রে কখনও উন্নতি ও সাফল্যের মুখ দেখে না পরিবারের সদস্যরা।

কোনও প্রকার শুকিয়ে যাওয়া গাছ ঘরে রাখা উচিত নয়। জীবনে নেতিবাচক শক্তি বৃদ্ধি করে।

বাড়িতে যেকোনও চিরসবুজ গাছ লাগাতে পারেন। কথিত আছে, যে বাড়িতে তুলসী থাকে, সেখানে দেবতারা বাস করেন। আপনি ফল বা ফুলের গাছ লাগাতে পারেন।