30 November 2023

মহিলাদের অপমান করলেই এই গ্রহের রোষে পড়বেন আপনি!

জ্যোতিষশাস্ত্রে এমন একটি গ্রহ রয়েছে যেটি মহিলাদের সঙ্গে সম্পর্কিত। নারী অপমান করা হলে বা মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, এই গ্রহের অশুভ প্রভাব পড়ে।

সম্পদ ও সুখ সবকিছু হারিয়ে যেতে পারে আপনার। তাই মহিলাদের সম্মান দিতে শিখুন। যে কোনও অন্যায় কাজই অশুভ ইঙ্গিত। তাতে গ্রহের দোষ লেগে যায়।

নারী বা কন্যা হলেন দেবীলক্ষ্মী। তাই কথাবার্তায় নারীদের অপমান করবেন না। নারীদের অসম্মান কলে ঘরে লক্ষ্মীর প্রবেশ ঘটে না।

অনেকেই হয়তো জানেন না, নারীদের অপমান করলে বিশেষ একটি গ্রহের রোষের মুখে পড়তে হয়। গ্রহের দোষে আর্থিক সংকটও দেখা যায়।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি সম্পর্কই কোনও না কোনও গ্রহের সঙ্গে যুক্ত। বিশ্বাস করা হয়, গ্রহ দুর্বল হলে সম্পর্কেও ঠুনকো হয়। জীবনসঙ্গীর উপরও খারাপ প্রভাব পড়ে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র গ্রহ নারীর সঙ্গে বিশেষ ভাবে জড়িত। নারীদের সম্মান না করলে শুক্রের অশুভ শক্তি বিরাজ করে।

সাদা জিনিস যেমন সাদা কাপড়, চিনি, চাল, ক্ষীর, মিছরি ইত্যাদি শুক্রবার দান করা উচিত।  তাতে শুক্রগ্রহের শুভফল শক্তিশালী হয়। আর্থিক সংকটও দূর হয়।

শুক্র গ্রহের মঙ্গল পেতে এলাচ জল দিয়ে স্নান করুন। বড় এলাচ সামান্য জলের মধ্যে ফুটিয়ে নিন। ঠাণ্ডা করেস্নানের জলে মিশিয়ে স্নান করুন।

স্নান করার সময় এই মন্ত্রটি "ওম দ্রান দ্রান দ্রান সহ শুক্রায় নমঃ।" অবশ্যই পড়ুন। বৃদ্ধা বা দুঃস্থ নারীকে দান করলেও মিলবে সুফল

শুক্র জন্মকুন্ডলীতে সক্রিয় ও শক্তিশালী হলে বিবাহিত জীবন অত্যন্ত সুখকর ও মসৃণ হয়। কিন্তু শুক্র দুর্বল হলে বিবাহিত জীবনের সব সুখ চলে যায় জলে।