26th June 2024

চাণক্যের এই ৫ বাণী মানলেই নতুন বাড়ির স্বপ্ন সফল হবে!

credit: istock

TV9 Bangla

নিজের জীবনে নতুন বাড়ি কেনার পরিকল্পনা করছেন বা উন্নতির শিখরে ওঠার পদক্ষেপ সফল করতে চাইলে চাণক্যের এই বাণীগুলি মাথায় রাখুন।

অজান্তে বা নানা কারণে জীবনে আসে নিত্যনতুন সমস্যা। অর্থকষ্ট থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে চাণক্যের নীতিগুলি মেনে চলতে পারেন।

চাণক্য নীতিতে বলা হয়েছে, নতুন বাড়ি তৈরি করার সময় আগে জায়গা খুঁজে নিতে হবে। এমন একটি জায়গা যেখান থেকে কাজের বা অফিসে যেতে অসুবিধা না হয়।

এমন জায়গায় বাড়ি বা ফ্ল্যাট কিনবেন না যেখানে থাকে অফিসের দুরত্ব অনেকটা হয়ে যায়। সারাজীবন সংকট থেকেই থাকবে। 

চাণক্য নীতি অনুযায়ী, এমন জায়গায় বাড়ি তৈরি করা উচিত নয় যেখানে আইনি কোনও জটিলতা থাকবে না। নাহলে সারাজীবন আদালত ও মামলায় অর্থ ও সময় চলে যাবে।

বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনার সময় প্রতিবেশী কারা, সে ব্যাপারেও ওয়াকিবহাল থাকা উচিত। কারণ তাদেরকে পাশে নিয়ে সারাজীবন পথ চলতে হবে। 

চাণক্য নীতি মচে, যে কোনও কাজ করুন সততা ও নৈতিকতা বজায় রেখে। কারণ আপনার ব্যবহারই পরিচয়। তাই নিজের আচরণ নিয়েও সচেতন থাকুন।

নৈতিক মূল্যবোধ বজায় রাখুন, সততার সঙ্গে কাজ করুন। সফল কর্মজীবনে বিশ্বাস রাখুন। সুনাম হল একটি অমূল্য সম্পদ।