19th December, 2024

নানা সমস্যার সমাধান কর্পূর! বালিশের নীচে রাখলেই মিলবে ফল

Credit - Getty Images

TV9 Bangla

অনেকেই জানেন না বালিশের নীচে কর্পূর রেখে ঘুমোনোর নানা উপকারিতা রয়েছে। যদি কোনও ব্যক্তি বালিশের নীচে কর্পূর রেখে ঘুমোন, তা হলে তাঁর জীবনে অনেক পরিবর্তন ঘটতে থাকে।

ঘুমোনোর সময় কোনও কিছু নিজের কাছে যখন রাখবেন, সেক্ষেত্রে বাস্তুর নিয়ম মেনে চলা উচিত। তা না মানলে বাস্তু দোষের সমস্যা হতে পারে।

রাতে ঘুমোনোর সময় বালিশের নীচে কর্পূর রাখলে অনেক উপকারই হয়। কারও জীবনে আসা সমস্যা দূর করতে সাহায্য করে। 

বাস্তুমতে রাতে ঘুমোনোর সময় বালিশের নীচে কর্পূর রাখলে নেতিবাচক শক্তি দূর হয়। আসলে কর্পূর ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে।

বিবাহিত জীবনে সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ঘুমোনোর সময় বালিশের নীচে কর্পূর রাখা উচিত। সকালে এই কর্পূর রুমে জ্বালিয়ে দিন। এটি পালন করলে দাম্পত্য জীবন মধুর হয়।

অনেক সময় কেউ কেউ রাতে খারাপ স্বপ্ন দেখেন। এই অবস্থায় বালিশের নীচে রাতে কর্পূর রেখে ঘুমোলে সেই ব্যক্তির আর দুঃস্বপ্ন আসে না।

 এক টুকরো কর্পূর যদি ঘুমোনোর সময় কেউ বালিশের নীচে রাখেন, তা হলে সেই ব্যক্তির মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। মানসিক চাপ কমে।

রাতে ঘুমোনোর সময় বালিশের নীচে কর্পূর রাখলে আর্থিক সমস্যা দূর হয়। খারাপ দৃষ্টি দূর হয়। দ্রষ্টব্য: এখানে উল্লেখ্য সকল তথ্য শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে দেওয়া।