19 November 2023

ছটে এই ফল ছাড়া পুজো অসম্পূর্ণ!

টানা চারদিনের উত্‍সবের সূচনা হয় নাহায়-খায় রীতির মাধ্যমে। এদিন নিয়ম মেনে ও নিষ্ঠাভরে ছঠি মাইয়া ও সূর্যদেবের পুজো করা হয়। 

ছট পুজোর সময় ৩৬ ঘণ্টা নির্জলা উপবাস রেখে সূর্যাস্তের পর গঙ্গার জলে গিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়। 

যে উপবাস রাখেন, তিনি কখনও কোনওভাবেই খাবারে একটি কণাও খেতে পারেন না। এমনকি এক বিন্দু জল খাওয়া নিষিদ্ধ। 

জ্যোতিষশাস্ত্র অনুসারে, পুজোর সামগ্রীতে এই ৫ জিনিস না থাকলে ছট পুজো ও উপবাস রাখা অসম্পূর্ণ।

ছঠি মাইয়ার পুজো করা সময় ছট পূজার সময়, উপবাসকারী বিবাহিত মহিলারা হলুদ রঙের বিশেষ সিঁদুর লাগিয়ে থাকেন। হলুদ সিঁদুরকে ভাকরা সিঁদুরও বলা হয়। 

সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করার সময় আখ দেওয়াও গুরুত্বপূর্ণ। আখ নিবেদন ছাড়াও পুজো অসম্পূর্ণ থাকে। 

খরনার পরের দিন অস্তগামী সূর্যের সময়, ৫ বা ৭টি সোজা ও লম্বা আখ, পান প্রভূতি ছাড়া ছট মাইয়ার পুজো অসম্পূর্ণ থাকে।

এছাড়া জল, দুধ, পাত্র, গ্লাস, প্লেট, গুড়, চিনি, মিষ্টি, মধু, কালো ছোলা, সুজি, ময়দা, ধূপকাঠি, সিঁদুর, কর্পূর, হলুদ সিঁদুর নিবেদন করা উচিত।