18th January, 2024

শীতকালে স্নানে অনীহা! গরুড় পুরাণ মতে শাস্তি আছে কঠিন

credit: istock

TV9 Bangla

স্নান সেরে প্রতিদিন পুজোপাঠ করলে মন থাকে পরিষ্কার ও শান্ত। শুধু আধ্যাত্মিকের জন্য স্নানের প্রয়োজন রয়েছে তাই নয়, শরীরকে সুস্থ ও পরিষ্কার রাখতেও স্নান করা আবশ্যিক।

শীতের ভয়ে অনেকেই স্নান করতে চান না। বাথরুমে ঢুকে গায়ে জল লাগার ভয়ে অনেকেই হাত-পা ধুতেও অনীহা প্রকাশ করেন।

গরুড় পুরাণ অনুসারে যারা প্রতিদিন স্নান করেন না তাঁদের শাস্তি দেওয়া হয়। প্রতিদিন যাঁরা স্নান করেন না তাঁদেরকে পাপী বলা হয়। এর প্রকৃত অর্থ কী?

গরুড় পুরাণে বলা হয়েছে, যাঁরা প্রতিদিন স্নান করেন তাঁরা দিব্যজ্ঞান লাভ করেন। যে ব্যক্তি ব্রহ্ম মুহুর্তে জেগে ধর্ম ও অর্থ নিয়ে চিন্তা করেন, তিনিও পার্থিব ফল লাভ করেন।

পুরাণে বলা হয়েছে যে স্নানের জন্য সর্বদা পরিষ্কার জল ব্যবহার করুন। আর সেই জলই স্নানের জন্য ব্যবহার করুন। প্রতিদিন পরিষ্কার জলে স্নান করলে পাপ ধুয়ে যায়।

গরুড় পুরাণ মতে, রাতে ঘুমানোর সময় অনেকেরই মুখ থেকে লালা পড়ে যায়। যার কারণে সেই ব্যক্তি অশুদ্ধ হন। তাই খুব ভোরে ঘুম থেকে উঠে নিয়মিত আচার-অনুষ্ঠান থেকে অবসর নিয়ে স্নান করে নিন। 

স্নান না করে পুজোর মত পবিত্র ধর্মকর্ম করলে তার ফল পাওয়া যায় না। উল্টে পাপের সব কাজে শিকার হতে হয়। গরুড় পুরাণ অনুসারে এমন ব্যক্তিকে পাপী বলে গণ্য করা হয়।

গরুড় পুরাণে এও বলা হয়েছে, যারা প্রতিদিন সকালে স্নান করেন না, তাদের প্রতি নেতিবাচক শক্তি আকৃষ্ট হয়। গরুড় পুরাণে অলক্ষ্মীকে অশুভ শক্তি বলে বর্ণনা করা হয়েছে।

ধর্ম পুরাণে অলক্ষ্মীকে দেবী লক্ষ্মীর বোন বলে অভিহিত করা হয়েছে। অলক্ষ্মী হলেন লক্ষ্মীর সম্পূর্ণ বিপরীত। দেবী লক্ষ্মীকে সম্পদের দেবী এবং অলক্ষ্মীকে দারিদ্র্যের দেবী মনে করা হয়।