ঘরের মধ্যে এমন অনেক জিনিসপত্র থাকে, যেগুলির ব্য়বহার হয়ে থাকে, আর সেগুলি অশুভ শক্তির আকর্ষণ সবচেয়ে বেশি হয়। বাস্তুমতে, যেগুলি ঘরে থাকা শুভ বা অশুভ।
বাড়িতে সুখে-শান্তি বজায় রাখতে বাস্তুমতে খেয়াল রাখতে হবে যেন সেগুলি মাটিতে না পড়ে যায়। ঘরের অশুভ শক্তিগুলি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে সরিয়ে ফেলা উচিত।
অনেক সময় আচমকা হাত পিছলে বা অজান্তে আমাদের হাত থেকে কিছু দরকারি জিনিস পড়ে যায়। এমন ঘটনাগুলির সঙ্গে বাস্তুর বিভিন্ন দিক লুকিয়ে রয়েছে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, এক গ্লাস দুধ হাত থেকে পড়ে যাওয়া সুখকর নয়। সন্তানদের জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, গ্যাসে গরম দুধ উথলে যাওয়া অশুভ।
বাড়িতে পুজোর সময় প্রসাদ হিসেবেও চিনি ব্যবহার করা হয়, হাত থেকে চিনি পড়ে যাওয়া অশুভ প্রমাণিত হতে পারে।
জ্যোতিষশাস্ত্রে হাত থেকে দুধ পড়াকেও অশুভ বলে মনে করা হয়। হাত থেকে দুধ পড়ে গেলে সন্তানের জীবনে অনেক সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হয়।
হিন্দু ধর্মমতে, পুজোপাঠে চাল ব্যবহার করা হয়। অক্ষত অর্থাৎ ভাত সবচেয়ে পবিত্র খাবার হিসেবে স্বীকৃত। চাল ভর্তি পাত্র যদি কারওর হাত থেকে ছুঁয়ে পড়ে যায়। তা অশুভ।
হাত থেকে চিনি ছিটকে পড়াও ঠিক নয়। এই কারণে, বাড়িতে কিছু দুঃখজনক, অপ্রীতিকর ঘটনা ঘটার ইঙ্গিত মেলে এতে। যে কোনও সময় খারাপ খবর আসতে পারে।
শুধু চাল নয়, ধানের শীষও হাত থেকে পড়ে গেলে আগামীদিনে বেদনাদায়ক সংবাদ পেতে পারেন আপনি। ভাত রান্না করার সময় সতর্কভাবেই চাল বের করুন।
যদি হাত থেকে একটি নারকেল পড়ে যায় তাহলে তা অশুভ । এর ফলে আগামী দিনে চাকরি বা কেরিয়ারে বাধা আসতে পারে। উন্নতির পথ বন্ধ হয়ে যেতে পারে।