26 August 2023
দাম্পত্যে ফাটল রোধে বেডরুমে ৫ জিনিস কখনও নয়!
জীবনে সুখ ও শান্তি বজায় রাখার জন্য বাস্তুশাস্ত্রে অনেক তথ্যের উল্লেখ রয়েছে। সঠিকভাবে মেনে চললে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
শয়নকক্ষ হল বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, অধিকাংশই নিজের মতো করে সাজান। বেডরুমে বাস্তুর নিয়ম মেনে চলা উচিত।
বেডরুমে যদি বাস্তু ত্রুটি দেখা দেয়, তাহলে বিবাহিত জীবনে অশান্তি লেগেই থাকে। এমনকি এমন পর্যায়ে পৌঁছে যায়, তাতে বিচ্ছেদ পর্যন্তও হয়ে পড়ে।
ঘুমনোর সময় মানুষের পা উত্তর বা পশ্চিম দিকে থাকা উচিত। বেডরুমের দেওয়ালের রঙ হালকা হওয়া উচিত ও দেয়ালে গাঢ় রং ব্যবহার করা উচিত নয়।
শয়নকক্ষে দেবতার ছবিও রাখা উচিত নয়। বেডরুমে ধর্মীয় বই রাখাও বাস্তুশাস্ত্রে শুভ বলে মনে করা হয় না।
শোওয়ার ঘরে আয়না লাগানো উচিত নয়। ড্রেসিং টেবিল বা আলমারিতে আয়না থাকলে তা বিছানার সামনে রাখবেন না।
শোওয়ার ঘরে ডাস্টবিন বা ঝাড়ু রাখলেও বাস্তু দোষ হয়। শোওয়ার ঘরে এই জিনিসগুলি রাখলে ঘরের নেতিবাচক শক্তি সারা ঘরে ছড়িয়ে পড়তে পারে।
শয়নকক্ষের দেয়ালে পশু-পাখির ছবি যেমন, হিংস্র প্রাণী, শিকার করা সিংহ, পায়রা, সাপ, কাক, পেঁচা ও শকুনের ছবি রাখা উচিত নয়।
শোওয়ার ঘরে জুতা ও চপ্পল রাখাও ভালো নয়। এতে অর্থের ক্ষতি হতে পারে। এছাড়া শয়নকক্ষে কখনও কোনও ধারালো জিনিস রাখা উচিত নয়।
ঘরের বেডরুমের জন্য সর্বোত্তম দিক হল দক্ষিণ-পশ্চিম। মানুষের শোবার ঘরে দক্ষিণ বা পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো উচিত।
আরও পড়ুন