23th January, 2024

লক্ষ্মীকে ঘরে আগলে রাখতে পুজোর সময় এই ফুল ভুলেও না!

credit: istock

TV9 Bangla

বাঙালির ঘরে কন্যা-সম দেবী জ্ঞানে পূজিত হন দেবী লক্ষ্মী। বিশেষ করে কোজাগরী লক্ষ্মী পুজোর সময় বাঙালির ঘরে ঘরে বিশেষভাবে পুজো করা হয় বিষ্ণু-পত্নীকে।

সাধারণত, হিন্দুমতে, দেবী লক্ষ্মীকে সম্পদ ও সৌভাগ্যের দেবী বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, দেবী লক্ষ্মীর আশীর্বাদ যার উপর থাকে, তাঁর কখনও অর্থের অভাব হয় না।

বাস্তু ও শাস্ত্র মতে, দেবীলক্ষ্মীকে ঘরে স্থায়ীভাবে রাখতে হলে বেশ কিছু নিয়ম ও প্রতিকার মেনে চলা উচিত। যার ফলে কোনও অর্থকষ্টের মুখোমুখি হতে হয় না।

বাস্তুমতে, দেবী লক্ষ্মীকে পুজো করার সময় মাথায় রাখতে হবে বিশেষ কিছু নিয়ম। তাহলেই ঘরে স্থিরভাবে থাকবেন ধনলক্ষ্মী। সংসারে কোনও কিছুরই অভাব থাকবে না।

লক্ষ্মীর ঘট ও ঠাকুরঘরের অবস্থান মেনে চলুন সঠিক বাস্তুশাস্ত্র মতে। বাস্তুশাস্ত্র মতে, ঘরের ঈশান কোন বা উত্তর-পূর্ব দিকে ঠাকুরঘর তৈরি করুন।

মাথায় রাখবেন, মন্দির এমন জায়গায় হওয়া উচিত, যেখানে সূর্যের আলো ও বাতাস চলাচলের জায়গা রয়েছে। খোলামেলা জায়গা হলে সেই ঠাকুরঘর হবে শ্রেষ্ঠ।

লক্ষ্মী দেবীর আরাধনা করার সময় মনে রাখবেন মাটিতে পড়ে যাওয়া ফুল, দুর্গন্ধযুক্ত ফুল বা যার পাপড়ি ভেঙে গেছে এমন ফুল ব্যবহার করবেন না।

পুজোর সময় লক্ষ্মী দেবীর আরাধনায় যে ফলগুলি ব্যবহার করবেন, সেই ফুলগুলিতে যেন কোনওভাবেই ভাঙা বা কাটা না থাকে। পরিবর্তে, সেই সময়ে ঈশ্বরের কাছে সমস্ত ফল নিবেদন করুন।

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির মন্দিরের কাছে ভুল করেও চপ্পল বা নোংরা কাপড়ের লন্ড্রি ব্যাগ রাখবেন না। তাতে নিজের দিকেই নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে।