বাস্তু অনুসারে বাড়িতে তুলসী গাছ লাগালে ইতিবাচক শক্তির আধার তৈরি হয় বলে মনে করা হয়। কথিত আছে, তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন।
মঞ্জরী যখন তুলসী গাছে ঝড়ে পড়ে , তার অর্থ হল ঋণের বোঝায় পরিপূর্ণ হতে চলেছেন আপনি। তাই সময়ে সময়ে মঞ্জরী দিয়ে ভগবান বিষ্ণুকে নিবেদন করা অত্য়ন্ত শুভ।
জ্যোতিষীর মতে তুলসী গাছে অধিক মঞ্জরীর অশুভ। কারণ, মঞ্জরীর প্রবেশে নেতিবাচক শক্তি ঘরে বাস করতে পারে। এতে আর্থিক ক্ষতির আশঙ্কাও বাড়ে।
মহাদেব ও পুত্র গণেশকে তুলসী পাতা নিবেদন করা নিষিদ্ধ। তবে শিবকে মঞ্জরী নিবেদন করা যেতে পারে। তাতে পারিবারিক সুখ লাভ করবেন ভক্তরা।
দেবী লক্ষ্মীর চরণে তুলসী মঞ্জরী নিবেদন করলে ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। প্রতি শুক্রবার লক্ষ্মীর চরণে তুলসীমঞ্জরী অর্পণ করতে পারলে খুব ভাল। সমস্ত ইচ্ছাপূরণ হয়।
তুলসীতে মঞ্জরীকে উপেক্ষা করা ঠিক নয়। আপনি আর্থিক সমস্যায় পড়তে পারেন। ঘরে নেতিবাচক শক্তি বাড়তে পারে।
যে কোনও শুভ দিনে গঙ্গা জলে মঞ্জরি মিশিয়ে সপ্তাহে ২ দিন ঘরে ছিটিয়ে দিন। এটি করলে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে।