27 December 2023

বছরের শেষ বুধবার রাতে করুন এই সহজ কাজ!

credit: istock

TV9 Bangla

২৭ ডিসেম্বর হল বছরের শেষ বুধবার। এর এদিনে ব্রহ্ম যোগ, আইন্দ্র যোগ-সহ অনেকগুলি শুভ যোগ গঠিত হচ্ছে। পাশাপাশি বুধবার, চন্দ্র মিথুন রাশিতে বুধ রাশিতে প্রবেশ করতে চলেছে।

যার কারণে এই দিনটির গুরুত্বও বেড়েছে। জ্যোতিষশাস্ত্রে, বুধবার বুদ্ধির দেবতা বুধ, গণেশকে উত্সর্গ করা হয়। এদিনে প্রতিকার গ্রহণ করলে বুদ্ধি ও সিদ্ধি লাভ গ্রহণ করতে পারেন।

বছরের শেষ বুধবার অনেক শুভ যোগ তৈরি হচ্ছে, তাই বুধবার উপবাস রেখে ভগবান গণেশকে সিদ্ধ চাল নিবেদন করুন। সিদ্ধ চালের সঙ্গে নারকেল কুঁড়ো দিয়ে মিষ্টি তৈরি করে নিবেদন করতে পারেন।

বছরের শেষ বুধবার রাতে একটি নারকেল নিয়ে বালিশের কাছে রেখে ঘুমাতে যান। পরের দিন, স্নান ও ধ্যানের পরে, গণেশের মন্দিরে নারকেল সহ কিছু দক্ষিণা দিন।

বছরের শেষ বুধবার সন্ধ্যায়, তন্ত্রমতেও প্রতিকার পালন করতে পারেন। এক মুঠো সবুজ ছোলার ডাল সবুজ কাপড়ে বেঁধে মন্দিরের সিঁড়িতে চুপিচুপি রেখে দিতে পারেন। ফিরবে সৌভাগ্য।

বুধবার ভগবান গণেশকে ১১টি দূর্বা অর্পণ করুন।  তাতে ঋণের বোঝা অনেক হালকা হতে পারে। কুণ্ডলীতে বুধের অবস্থান শক্তিশালী হলে ক্ষমতাও বৃদ্ধি পায়।

এদিন  শ্রী সংকতনাশনম গণেশ স্তোত্র পাঠ করতে পারেন। তাতে জীবনের সকল বাধা দূর হয় এবং সমৃদ্ধি, সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। এছাড়া রাহুর অশুভ প্রভাবও কমে যায়।

বছরের শেষ বুধবার রাতে, বিছানার পাশে ৬টি এলাচ নিয়ে ঘুমাতে যান।  তারপরে পরের দিন একটি নির্জন জায়গায় রেখে দিন।