শ্রাবণ মাসের সোমবারই কেন? শিবের কৃপা পেতে করুন এই বিশেষ রীতি
12th July 2024
credit: istock
TV9 Bangla
শ্রাবণ মাসে শিবের কৃপা পেতে উপবাস, পুজো, জলাভিষেক ও বিশেষ রীতি মেনে পুজো করা হয়।
সোম মানে চন্দ্র। ভোলেবাবার মাথায় প্রথম সোমবার থেকে শেষ সোমবার পর্যন্ত উপবাস ও বিশেষ পুজো মনে করা হয়।
চার বা আট নয়, ষোলো শোমবার পালন না করা পর্যন্ত ক্ষান্ত হন না। সাধারণত অবিবাহিতদের জন্য শিবের মাস অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
শ্রাবণ সোমবার উপোস রাখলে পুজোর আচার, নিয়ম ও কী কী করণীয়, তা অনেকেি জানেন না।
সোমবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজোর ঘর পরিষ্কার করে নিন। তারপর ফুল দিয়ে সাজিয়ে তুলুন। এরপর শিবকে পঞ্চামৃত নিবেদন করুন।
শিবকে ফুল, ফল এবং বেল পাতা অর্পণ করুন। ভগবান শিবের কাছে প্রার্থনা করুন, তাঁর আশীর্বাদ প্রার্থনা করুন।
দুধ, ধুতুরা ফুল, বেলপত্র, চন্দন, দই, মধু, ঘি ও চিনি নিবেদন করুন। পুজোর সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম নমঃ শিবায় মন্ত্র, রুদ্র অভিষেক মন্ত্র উচ্চারণ করে জপতে পারেন।
আমিষ জাতীয় খাবার ও অ্যালকোহল এড়িয়ে চলুন। উপবাস রাখার সময় রসুন ও পেঁয়াজ ভুলেও খাবেন না।
আরও পড়ুন