dhanterstips2

8 November 2023

ধনতেরসে ভুলেও এগুলি কিনবেন না

dhanterstips7

প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উত্‍সব। এদিন কুবের, ধনলক্ষ্মী ও ভগবান ধন্বন্তরীর পুজো করা হয়।

dhanterstips8

এ বছর ধনতেরাস উৎসব পালিত হবে আগামী ১০ নভেম্বর। এদিনে কেনাকাটার বিশেষ গুরুত্ব ও রীতি রয়েছে। এই শুভ দিনে নতুন কোনও জিনিস কিনে সেগুলি বাড়িতে আনলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হয়।

dhanterstips9

অনেকেই ধনতেরসে স্টিলের জিনিসপত্র ও বাসনপত্র কেনেন।  তবে ধনতেরসে স্টিলের কোনও জিনিস কিনবেন না। 

অ্যালুমিনিয়াম ও প্লাস্টিক পণ্য কেনা থেকে বিরত থাকুন। বদলে কোনও ধাতুর তৈরি বালা বা চুড়ি কিনতে পারেন।

ধনতেরসে সোনা কেনা সবচেয়ে শুভ। তবে নকল সোনা, কয়েন, ইমিটিশনের কোনও গয়না কিনবেন না। 

ধনতেরসে তেল বা ঘি কেনা অশুভ। যদি দরকার পড়ে, তাহলে আগে বা পরে কিনুন। 

ধনতেরস হল একটি পবিত্র ও শুভ দিন। তাই এদিন কোনও ধারালো জিনিস কিনবেন না। পরিবারে সমস্যার দুর্যোগ নেমে আসে।

ধনতেরসের দিন লোহার পাত্র বা লোহার তৈরি জিনিস কেনা থেকে বিরত থাকা উচিত। লোহা হল অশুভ। সম্পদের দেবতার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন আপনি।

এদিন বাড়ির মূল দরজার সামনে কখনও খালি পাত্র বা খালি থালা রাখবেননা। জলভরতি পাত্র বা খাবার ভর্তি প্লেট রাখতে পারেন।