7th January, 2024

অল্পতেই তুষ্ট রামচন্দ্র! কোন কাজ আগে করবেন?

credit: istock

TV9 Bangla

হিন্দু ধর্মে রামচন্দ্রকে মর্য়াদা পুরুষোত্তম বলা হয়। কথিত আছে, শুধু শ্রীরামের নাম জপ করলেই মানুষের জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায়।

তাই শিবভক্ত রামচন্দ্রকে প্রসন্ন করতে সবচেয়ে সহজ তিনটি প্রতিকার মেনে চলা উচিত। অল্পতেই সন্তুষ্ট রামকে কীভাবে তুষ্ট করবেন?

ধর্মীয় গ্রন্থ অনুসারে, বিষ্ণুদেব মানুষের কল্যাণের জন্য মর্ত্যে ৮ অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন। তার মধ্য়ে অষ্টম অবতার রূপে আত্মপ্রকাশ করেছিলেন শ্রীরামচন্দ্র হিসেবে।  

মনে করা হয়, শ্রীরামচন্দ্রের নাম মুখে নিলে জীবনের সমস্ত বাধা দূর হয়। শুধু তাই নয়,  মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ হয়। রামের চেয়ে বড় নাম পৃথিবীতে নেই।  

জ্যোতিষশাস্ত্র মতে, শুধু ভগবান শ্রী রামের নাম জপ করলে ভক্তদের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। শুধু তাই নয়, সমস্ত ইচ্ছাও পূরণ হয়।

ভগবান রামকে খুশি করার জন্য জ্যোতিষশাস্ত্রে অনেক ব্যবস্থার কথা বলা হয়েছে। বিশেষ প্রতিকারগুলি মেনে চললে ভক্তদের সব সমস্যার সমাধান হয়। পাওয়া যায় আশীর্বাদও।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভগবান শ্রী রামের বিশেষ দিন হল সপ্তাহের শেষ দিন রবিবার। তাই রবিবার, পরিবারের যে কোনও মহিলার রাতে ক্ষীর তৈরি করা উচিত।

সেই ক্ষীর এক ঘন্টার জন্য চাঁদের আলোতে রাখা উচিত। তারপর স্বামী-স্ত্রী মিলে এই ক্ষীর খেতে হবে। তাতে সম্পর্কের মধ্যে ভালবাসা গাঢ় হয়, সমঝোতাও বাড়ে।