8 November 2023

জগদ্বাত্রী পুজো প্রথম শুরু হয় কোথায়?

হিন্দুধর্ম মতে, দুর্গার আরেক রূপ হল এই জগদ্ধাত্রী। প্রায় আড়াইশো বছরের আগে কৃষ্ণনগর রাজবাড়িতে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। 

কৃষ্ণনগর রাজবাড়ির মতে, ১৭১০ খৃষ্টাব্দে মহারাজ কৃষ্ণচন্দ্র রায় প্রথম জগদ্ধাত্রী পুজো প্রচলন করেন। তৎকালীন নবাবের কাছে কোনও এক কারণে দুর্গাপুজোর সময়ে বন্দি হন।

পুজো শেষে স্বপ্নাদেশ পেলে তিনি কার্তিক মাসের শুক্লা নবমীতে হৈমন্তিকার পুজো করেন। সময়কাল নিয়ে মতভেদ রয়েছে। তবে সূচনা হয় সর্বপ্রথম কৃষ্ণনগরেই।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাস এখন সকলেরই জানা। তবে আদি মা কত বছরের পুরনো পুজো? এ নিয়েও রয়েছে বহু তর্ক।

ফরাসি সরকারের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরে লক্ষ্মীগঞ্জের চাউলপট্টির নিচুপট্টিতে জগদ্ধাত্রী পুজো শুরু হয়।

এই পুজোই চন্দননগরে আদি পুজো। তাই তাঁকে আদি মা বলে অভিহিত করা হয়। আদি মা প্রায় ৪৬০ বছরেরও বেশি প্রাচীন। এখনও এই পুজোয় দেওয়ান চৌধুরীদের উত্তরপুরুষের নামে সংকল্প করা হয়।

স্থানীয়দের মতে, আদি মা খুব জাগ্রতা। তাই নিরঞ্জনের সময় শুশুক বা সাপ দেখা যাবেই যাবে। এই প্রতিমার গায়ের গহনা থেকে শুরু করে কাপড়, প্রায় সবই সোনায় মোড়া।

সনাতনী মতে চন্দননগরের চারটি জায়গার প্রতিমায় দেখা যায় সাদা সিংহ ও বিপরীতমুখী হাতি। লক্ষ্মীগঞ্জ চাউলপট্টি, কাপড়েপট্টি, চৌমাথা ও বাজার। উত্তর চন্দননগরের আরও একটি প্রাচীন পুজো হল কাপড়েপট্টির পুজো। 

চন্দননগরের আদি মায়ের পুজো প্রসঙ্গে লর্ড ক্লাইভ Granary of Bengal বলে উল্লেখ করেছিলেন। ১৭৫৭ সালে চন্দননগর অভিযান চালিয়েছিলেন ক্লাইভ।