13  March, 2024

হোলির ঠিক আটদিন আগে এই কাজ করলেই বিপদ!

TV9 Bangla

credit: Pinterest

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উত্‍সব হোলি। তিথি অনুসারে এই দিনটির মাধ্যমে শেষ হয় বাংলার শেষ মাস।

 হোলি ভারতের বিভিন্ন অংশে বিভিন্নভাবে পালিত হয়। তবে হোলিকা দহনকে কেন্দ্র করেই এই উত্‍সবের নাম হয়েছে হোলি। অশুভ শক্তিকে হারিয়ে জয় ও আনন্দকে কেন্দ্র করে পালিত হয় এই রঙিন উত্‍সব।

হোলির আট দিন আগের সময়ে কোনও শুভ কাজ বা অনুষ্ঠান করা অশুভ বলে মনে করা হয়। তাই একে হোলাষ্টক নামে পরিচিত। ফাল্গুন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় ও পূর্ণিমা পর্যন্ত চলতে থাকে।

 এই দিনগুলিতে অশুভ কোনও শক্তি এড়াতে ও সাফল্য অর্জনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করা শুভ। হোলাষ্টকের সময় নতুন বাড়িতে গৃহপ্রবেশের পরিকল্পনা করবেন না।

এই সময় বিয়ে, এনগেজেমেন্ট, মুণ্ডন, ভূমিপূজো, অন্নপ্রাসন ও অন্যান্য শুভ কাজের পরিকল্পনা করা উচিত নয়। অন্ত্যোষ্টিক্রিয়া ছাড়া বাকি সমস্ত সামাজিক কাজ করা উচিত নয়।

শিশুকে স্নান করানো, নতুন ব্যবসা শুরু করার মতো শুভ কাজ একেবারেই কাজ করা উচিত নয়। এদিনগুলিতে দূরে কোথাও অর্থাত বিদেশ যাত্রায় না যাওয়াই ভাল।

মিথ্যে কথা বলা, হিংসা করা, অত্যাচার করা, অকথ্য ভাষায় গালিগালাজ করা, নিরীহ পশুকে কষ্ট দেওয়া ইত্যাদি কাজ অশুভ বলে মনে করা হয়। কাছ থেকে সাহায্যও পেয়েছিলেন।