শ্রাবণ সোমবার শিবকে তুষ্ট করতে বিশেষ পুজো কীভাবে করবেন?
credit: istock
TV9 Bangla
বাংলা ক্যালেন্ডার মতে আজ থেকে শুরু হয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তাই প্রথম সোমবারেশিবের পুজোয় কোনও ত্রুটি রাখা চলবে না।
বিয়ে পাকা করতে শ্রাবণের প্রত্যেক সোমবার স্নান করে শুদ্ধ বস্ত্রে শিবের পুজোজ করুন। গঙ্গাজল দিয়ে বেলপাতা ও ফুল দিয়ে শিবলিঙ্গ পুজো করুন। ৫টি পানও নিবেদন করতে পারেন।
শিবলিঙ্গের পাশাপাশি পান নিবেজন করুন দেবী পার্বতী, নন্দী ও কার্তিককেও নিবেদন করতে হবে। পানপাতায় মনের মানুষের নাম লিখে দিতে পারেন। এছাড়া নিজের ইচ্ছের কথা লিখতে পারেন।
শিবলিঙ্গ পুজো করার সম ১০৮ বার ‘ওম গৌরী শঙ্করায় নমঃ’ মন্ত্র জপ করতে থাকুন। এরপর ঘিয়ের বা তেলের প্রদীপ জ্বালিয়ে শিবলঙ্গের সামনে রেখে প্রার্থনা করুন।
স্বামী-স্ত্রীর মধ্যে রোজকার অশান্তি হলে শ্রাবণ সোমবারে শিবের বিশেষ পুজো করা আবশ্যিক। এদিন বৈবাহিক সম্পর্ক ভাল রাখার জন্য শিবলিঙ্গের মাঝখানে মধু ও চন্দনের মিশ্রণ দিতে পারেন।
মধু ও চন্দন শিবের অত্যন্ত প্রিয়। এদিন প্রলেপ দেওয়ার সময় প্রিয় মানুষটির নাম লিখুন। অন্তত তিনবার লিখতেই হবে। সম্পর্কে আসবে গভীরতা।
বিয়ে পিছিয়ে গেলে বা বার বার বিয়ে ভেঙে গেলে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণের সোমবারে হলুদের গোঁট বা কাঁচা হলুদ দেবী পার্বতীকে নিবেদন করুন। বিয়ে পাকা হবে তাড়াতাড়ি।
শ্রাবণ সোমবার মহাদেবের বিশেষ পুজো করার পাশাপাশি দেবী পার্বতী বা গৌরীকে পুজো করাও উচিত। তাতে সম্পর্ক থাকবে অটুট। কারণ এই পবিত্র মাসেই পার্বতী মহাদেবকে স্বামী হিসেবে পেতে কঠোর তপস্যা করেছিলেন।