12th  March, 2025

বাজারে ভেষজ আবির চিনবেন কীভাবে?

TV9 Bangla

Credit -  PTI, Getty Image 

দোল মানেই আবির খেলা। ছোট বড়ো সকলেই আনন্দের সঙ্গে হোলির দিন রং খেলেন। আর আবির ছাড়া হোলি যেন অসম্পূর্ণ।

দোলে রং খেলতে কার না ভালো লাগে। ত্বকের ক্ষতি যাতে না হয়, তাই অনেকে হার্বাল আবির কেনেন। কিন্তু যে আবির ভেষজ ভেবে কিনছেন, তা আসল না নকল বুঝবেন কীভাবে?

অনেক সময় পাথর গুঁড়ো করে তাতে ট্যালকম পাউডার এবং বিভিন্ন রং মিশিয়ে ভেজাল আবির তৈরি করা হয়। যা অত্যন্ত কম দামে বিক্রি হয়।

ভেজাল আবির প্রাকৃতিক এবং ভেষজ বোঝানোর জন্য সুগন্ধীও মেশানো হয়। সেখানেই ঠকে যান ক্রেতারা। তা ব্যবহার করে হয় ত্বকের ক্ষতি।

হার্বাল লেখা অনেক আবির ভেজাল হয়। যা ত্বকের মারাত্মক ক্ষতি করে। জেনে নিন কী ভাবে বুঝবেন আবিরে সত্যিই কোনও ভেজাল দ্রব্য মেশানো আছে কিনা।

ভেষজ আবির নকল না আসল বোঝার জন্য কেনার সময় হাতে নিয়ে দেখতে হবে কোনও দানার অনুভূতি হচ্ছে কিনা। যদি তা হয়, বুঝতে হবে আবির নকল।

ভেজাল আবির আসল বোঝানোর জন্য তীব্র সুগন্ধী ব্যবহার করা হয়। ফলে তা হাতে নিলেই গন্ধ এক্কেবারে চট করে নাকে আসবে। 

এ ছাড়া নকল আবির হাতে নিয়ে অল্প নাড়াচাড়া করে দেখলেই ত্বক চুলকাতে পারে। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন আবির নকল।