12th  March, 2025

বৃন্দাবনে হোলির দিন রঙিন হয়ে ওঠেন বিধবারাও

TV9 Bangla

Credit -  PTI, Getty Image 

রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে... সামনেই রংয়ের উৎসব। দেশজুড়ে ধুমধাম করে পালিত হবে হোলি। ১৪ মার্চ এ বছর পড়েছে হোলি।

বৃন্দাবনে খুব ধুমধাম করে হোলির উৎসব পালিত হয়। এই রংয়ের উৎসবে বিধবারাও সামিল হন। অনেকে এ কথা শুনলে অবাক হতেই পারেন।

অতীতের প্রথা ভেঙে বৃন্দাবনে বসবাসকারী বিধবারা হোলির দিন সাম্যের উদযাপনে মেতে ওঠেন। রং খেলেন, আনন্দে নেচে ওঠেন।

অনেকে মনে করেন বিধবাদের জন্য হোলি উৎসবে রং খেলা নিষিদ্ধ।  বৃন্দাবনে অবশ্য তা মনে করা হয় না। যে কারণে সেখানে বাস করা বিধবারা হোলিতে সামিল হন।

সাধারণ মানুষদের মতো তাঁরাও আবির দিয়ে হোলি খেলেন। পাশাপাশি বৃন্দাবনে ফুল দিয়েও হোলি খেলা প্রচলিত। ফলে সেখানে থাকা বিধবারা ফুল দিয়েও হোলি খেলেন।

বৃন্দাবনে বিধবাদের হোলি উৎসবে সামিল হওয়া এক ঐতিহাসিক তাৎপর্য বহন করে। এই রংয়ের উৎসবে তাঁরা অংশ নেওয়া হল সামাজিক সীমাবদ্ধতা থেকে মুক্তির প্রতীক।

চিরাচরিত প্রথা ভেঙে বৃন্দাবনে এবার যোগী সরকারের সহযোগিতায় ২ হাজারেরও বেশি বিধবা একসঙ্গে হোলি খেলবেন। এবং তৈরি হবে এক ঐতিহাসিক রেকর্ড।

বৃন্দাবনের সামাজিক সংগঠনগুলির সহযোগিতায় উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার লক্ষ্যে 'বিধবাদের হোলি-২০২৫' আয়োজন করবে।