হিন্দু ধর্মে পুজোর একটি গুরুত্ব অপরিসীম। প্রতিদিন সকাল-সন্ধ্যে বাড়িতে ঠাকুর ঘরের দেবদেবীদের রীতি মেনে পুজো করার চল রয়েছে।
কথিত আছে, এমনটা করা হলে দেবদেবীদের পুজো করলে আশীর্বাদ বর্ষণ হয়, সংসারে আসে সুখ-শান্তির বন্যা।
অনেক সময় দেখা যায়, পুজো করতে করতে ঠাকুরের ফুল পড়ে যায়, প্রদীপ নিভে যায়। পুজো চলাকালীন এইকাণ্ডগুলি কি কোনও শুভ ইঙ্গিত দেয়? নাকি এগুলি কোনও অশনি সঙ্কেত?
ফুল পড়ে যাওয়া খুবই শুভ বলে মনে করা হয়। এর মানে ঘরে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে। এই ফুলটি একটি লাল কাপড়ে বেঁধে বাড়িতে নিরাপদে রাখুন।
শাস্ত্র মতে পুজোর সময় বাড়িতে অতিথির আগমনও ভগবানের আশীর্বাদের ইঙ্গিত দেয়। সেই সঙ্গে, অতিথি যদি উপহার নিয়ে আসে, তাহলে বুঝবেন ইচ্ছা অবশ্যই পূরণ হবে।
কথিত আছে যে, পুজোর আগে যদি ধূপকাঠি জ্বালানোর পরপরই সুগন্ধি আসতে শুরু করে, তাহলে ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার প্রতি তুষ্ট হয়েছে।
এছাড়া পূজার সময় ধূপ বা ধূপের ধোঁয়া সরাসরি ভগবানের দিকে চলে গেলে তাও শুভ লক্ষণ বলে বিবেচিত হয়। এর অর্থ হল ঈশ্বর আপনার প্রতি খুশি।
সেই সঙ্গে, পুজোর সময় প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে যদি হঠাৎ করে শিখা দ্রুত জ্বলতে শুরু করলে বুঝবেন আপনার পূজা সফল হয়েছে। সমস্ত সমস্যা দূর হতে চলেছে।