27 August 2023

ঘন ঘন জ্বর-সর্দিতে ভুগছেন? আগে মানুন বাস্তু টিপস

অনেক সময় একের পর এক বাড়ির সদস্যরা একটার পর একটা রোগে আক্রান্ত হয়ে পড়ছেন, তাহলে অবশ্যই খেয়াল রাখুন বাস্তুশাস্ত্রের নিয়মগুলির উপর।

শরীর সুস্থ থাকলে সবই সুস্থ থাকে। শরীর ভালো না থাকলে মন ও মেজাজ কোনওটাই ভালো থাকে না। পর পর রোগ যেন চেপে বসে তাতে।

বাস্তুর অশুভ কারণে আঘাত ও যানবাহন দুর্ঘটনার মতো সম্ভাবনাও ঘটে। সমস্যা থেকে মুক্তি পেতে হলে বাস্তুর যত্ন নেওয়া প্রয়োজন।

বাস্তুতে এমনই কিছু ব্যবস্থার কথা বলা হয়েছে, যেগুলো অবলম্বন করে আপনি নিজেকে রোগ থেকে দূরে রাখতে পারেন।

বাস্তুমতে, আলোর নীচে বসবাস করা ভালো বলে মনে করা হয় না। আলোর নীচে ঘুমোলে মানসিক রোগ হতে পারে। সব সময় শারীরিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন।

ঘুমানোর সময় আপনার মাথা সবসময় দক্ষিণ বা পূর্ব দিকে রাখুন। এর ফলে গভীর ঘুম ও সুস্বাস্থ্য ফিরে আসতে পারে।

বাড়িতে কর্পূর ব্যবহার করা বাস্তু শান্তিতে সাহায্য করে। ধর্মীয় স্থানে হলুদ, হলুদ ফুল ইত্যাদি দান করাও বাস্তু দোষ থেকে রক্ষা পাওয়ার একটি কারণ।

যেকোনও ধরনের বাস্তুত্রুটি এড়াতে বেশ কিছু মাথায় রাখতে হবে। গরুকে প্রতিদিন ছোলা ডাল বা সবুজ চারণ খাওয়ানো শুভ।

নিয়মিত তামার পাত্র দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে জীবনে ইতিবাচক ফল পাওয়া যায়। রোগ থেকে দূরে থাকা যায়।