লক্ষ্মীবারে বিষ্ণুপুজোয় দিন মন, পূরণ হবে সব ইচ্ছে!
credit: istock
TV9 Bangla
হিন্দু শাস্ত্র অনুযায়ী, বৃহস্পতিবার যত শুভ কাজ সেরে ফেলা উচিত। লক্ষ্মীর আশীর্বাদ পেতে যে যে কাজ বাকি রয়েছে, এদিন সেরে ফেললে তবেই মেলে লক্ষ্মীর কৃপা।
যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তবে আপনাকে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করতে হবে। এদিনে বিষ্ণুরও পুজো করা হয়।
বৃহস্পতিবার যদি তাকে আচার-অনুষ্ঠান মেনে পুজো করা হয়, তবে প্রতিটি ইচ্ছা পূরণ হয়। এর পাশাপাশি দেবী লক্ষ্মীও প্রসন্ন হন
যদি জীবনে আর্থিক সংকটের মুখোমুখি হন, তবে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পুজো করার পাশাপাশি অবশ্যই কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করুন।
বৃহস্পতিবার স্নান করার সময় জলে এক চিমটি হলুদ মিশিয়ে নিন। এছাড়াও, এই দিনে কোনও দরিদ্র বা অভাবী ব্যক্তিকে ছোলা ডাল, কলা এবং হলুদ রঙের কাপড় দান করতে পারেনষ
যদি আর্থিক সমস্যায় পড়েন বা কঠোর পরিশ্রমের পরেও টাকা হাতে না আসছে, তবে বৃহস্পতিবার গরুকে ময়দার মধ্যে ছোলার ডাল, গুড় এবং ময়দা যোগ করে খাওয়ান।
সারা বছর ধরে অনেকেই শিবপুজো করে থাকেন। প্রতিদিন শিবের উপাসনা করে এলেও শ্রাবণ মাসটি সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ বলে মনে করা হয়।
বৃহস্পতিবার ধার দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে যাদের কুণ্ডলীতে বৃহস্পতির অবস্থান খারাপ, তারা ভুলেও এই কাজগুলি করবেন না।
ধন-সম্পত্তিতে উন্নতি পেতে চাইলে বৃহস্পতিবার সকালে স্নান করে ‘ওম বৃহস্পতে নমঃ’ মন্ত্রটি ১০৮ বার জপ করুন।