ভারত ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য পারফেক্ট, জ্যোতিষ কী বলছে?
ভারত ঐতিহ্য, রীতিনীতি ও আচার-অনুষ্ঠানের দেশ। আর বিবাহ হল ধর্মমতে একটি বড় উত্সব। দেশের প্রতিটি প্রান্তেই রয়েছে বিয়ের নানা রীতি-নীতি।
গত কয়েক বছরে ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্রতি প্রবণতা বেড়েছে। বর-কনে পরিবার-পরিজন নিয়ে দেশে বা বিদেশে কোনও একটি নির্দিষ্ট স্থানে গিয়ে বিয়ের বাসর সাজান।
এমনকি দেশের প্রথম সারির সেলেব্রিটিরাও এই ডেস্টিনেশন ওয়েডিংয়েই ঝোঁক দেখিয়েছেন। শুধু তাই নয়, রয়্যাল ফ্যামিলি বা বিগফ্যাট ওয়েডিংয়ের আসর বসছে দেশে ও বিদেশের জনপ্রিয় জায়গাগুলিতে।
সম্প্রতি মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বিদেশে নয়, দেশেই হোক ডেস্টিনেশন ওয়েডিং। ভারতীয় ধনী ব্যক্তিদের ডেস্টিনেশন ওয়েডিং প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ভোকাল ফর লোকাল ক্যাম্পেইনে তিনি জানিয়েছেন, ভারতেই যদি দেশি কায়দায় ও দেশি সামগ্রী নিয়ে বিবাহের আয়োজন করলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও শক্তিশালী হবে।
ভারতীয় বিয়ের আয়োজন করা হয় বিরাট মাপের টাকা খরচ করে। তাই ভারতে বিয়ে করলে তা দেশের টাকা দেশেই থাকবে। এর সঙ্গে জড়িত রয়েছে ধর্ম ও জ্যোতিষশাস্ত্রও।
ভারতীয় বিবাহের আচারবিধি অনুসারে, বিয়ের আগেই পারিবারিক দেবদেবীদের পুজো করা হয়। দেবদেবীদের আশীর্বাদে নবদম্পতির জীবন সুখ-আনন্দে ভরপুর হয়ে ওঠে।
জ্যোতিষশাস্ত্র মতে, ভারতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু বিদেশে গিয়ে বিবাহ করছেন, তাদের স্থান পরিবর্তন কারণে দেবদেবীদের আশীর্বাদ কোনও কাজে লাগে না। এর জেরে পজিটিভ শক্তিরও বিকাশ ঘটে না।
অনেকসময় দেখা যায়, প্রবাসী ভারতীয়রা দেশে ফিরে জাঁকজমক করে বিবাহের আয়োজন করে থাকেন। যাদের জন্মস্থানের কাছাকাছি বিয়ে করলে ষোলোকলা শক্তির পজিটিভ শক্তির প্রভাব পড়ে।