17th January, 2024

পাতা নয়, কোটিপতি হবেন তুলসীর শিকড়েও!

credit: istock

TV9 Bangla

ধর্মীয় বিশ্বাস অনুসারে, তুলসী গাছ হল দেবী লক্ষ্মীর প্রতীক। তাই প্রতিদিন যে বাড়িতে তুলসীকে মা রূপে পূজা করা হয় সেখানে সর্বদা সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।

তুলসীর মূলের প্রতিকারের মাধ্যমে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে বলে মনে করা হয়। মনে করা হয়, তুলসীর মূলের মাধ্যমে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন। 

এই গাছ এতটাই পবিত্র যে শুধু আয়ুর্বেদিক দিক থেকেই নয়, জ্যোতিষশাস্ত্রেও রয়েছে বিরাট অবদান। তাই নিয়মিত পুজো করার রীতি রয়েছে।

এই গাছের সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষ্মী-বিষ্ণু ও বিভিন্ন দেবদেবীর সম্পর্ক। হিন্দু ধর্ম মতে শুভ অনুষ্ঠানে বা পুজোর সময় তুলসী পাতা ব্যবহার না করলে তা অসম্পূর্ণ বলে মনে করা হয়।

জন্মকুণ্ডলীতে যদি শনি দোষের পাশাপাশি আরও অনেক দোষ থাকে, তাহলে বাড়ির মন্দিরে তুলসী মূল রেখে দিন। প্রতিদিন নিয়মিত পুজো করুন। 

আর্থিক সংকট কাটতে না চায়, তাহলে তুলসীর মূলে একটি লাল কাপড়ে বেঁধে ঠাকুরঘরে রেখে দিন। সেটি প্রতিদিন নিয়মিত পুজো করুন।

ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে, তাহলে তা দূর করা দরকার। অশুভ শক্তি দূর করতে তুলসী মূলের মালা বানিয়ে ঠাকুরঘরে রেখে দিন। 

বাড়িতে সর্বদা অশান্তি ও উত্তেজনার মতো পরিস্থিতি হয়, তাহলে তুলসীর শিকড় নিয়ে গঙ্গাজল দিয়ে পরিষ্কার করুন। তারপর একটি হলুদ কাপড়ে বেঁধে ঠাকুরের কাছে রেখে দিন।