6th January, 2024
শরীরের কোন অংশে টিকটিকি পড়ার শুভ লক্ষণ কী কী?
credit: istock
TV9 Bangla
শরীরে টিকটিকি পড়া শুভ ও অশুভ লক্ষণ দেয়। শরীরের কিছু অংশে টিকটিকি পড়া শুভ বলে মনে করা হয়।
শকুনশাস্ত্র অনুসারে, আয়ু বৃদ্ধি, সম্পদ, বস্ত্র, সাফল্য ইত্যাদির ইঙ্গিত দেয় টিকটিকি।শরীরের কোন অংশে টিকটিকি পড়া অশুভ ও শুভ, তা জানা উচিত...
পুরুষদের শরীরের ডান দিকে ও মহিলাদের শরীরের বাম দিকে টিকটিকি পড়া শুভ বলে মনে করা হয়।
মাথায় টিকটিকি পড়লে তা শুভ বলে মনে করা হয়। পদ ও সুনাম বৃদ্ধি পেতে পারে। সরকারি সুযোগ-সুবিধা পেতে পারেন।
বাম কানে টিকটিকি পড়াও শুভ বলে মনে করা হয়। যদি কোনও ব্যক্তির বাম কানে টিকটিকি পড়ে তাহলে সম্পদ পাওয়ার ইঙ্গিত।
ঘুমনোর সময় যদি দুই চোখেই টিকটিকি পড়ে, তাহেলে বুঝবেন কোথাও থেকে টাকা পেতে পারেন। ভাল লক্ষণ বলে মনে করা হয়।
যদি কাঁধে একটি টিকটিকি পড়ে তাহলে চিন্তার কিছু নেই। শত্রুদের সব ষড়যন্ত্র বানচাল করে নিজের সম্মান ও খ্যাতি অর্জন করতে সক্ষম হবেন।
আরও পড়ুন